শনিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ছয় জুয়াড়ি হলেন- সিলেটের গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের ইসাব্বর আলীর ছেলে জানু মিয়া (৫৪), হবিগঞ্জের লাখাই উপজেলার আয়নারটুক গ্রামের মৃত আসাদ আলীর ছেলে নজরুল ইসলাম (২৩), এসএমপির এয়ারপোর্ট থানার মংলিরপাড়ের মোহাম্মদ আলীর ছেলে মো. জাফর ইসলাম (৩২), একই এলাকার ফারুক আহম্মদের ছেলে জমির আহম্মদ (২৮) ও তার ভাই মো. নাজিম উদ্দিন (২৫) এবং স্থানীয় লেবু মিয়ার ছেলে মো. আসাদ আহম্মেদ (২৪)।
র্যাবের মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, র্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে শনিবার দিনগত রাতে বড়শালা নতুন বাজার নজরুল মিয়ার চায়ের দোকানে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলারত অবস্থায় ওই ছয় জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এনইউ/আরবি/