ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্গোৎসব উপলক্ষে ঝালকাঠিতে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
দুর্গোৎসব উপলক্ষে ঝালকাঠিতে সভা সভা, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদ নেতাদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে ঝালকাঠি জেলা পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন মতামত ও উৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুন কর্মকার, নলছিটি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জনার্ধন দাসসহ জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির নেতারা।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহয়তা করা হবে বলে উল্লেখ করেন।

এবছর ঝালকাঠি জেলায় ১৭৩ মণ্ডপ দুর্গাপূজা উদযাপন করা হবে বলে সভায় জানান জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

তারা সভায় আরও জানান, ধর্ম যারই হোকে না কেনো উৎসব সবার। এদিক খেয়াল রেখে প্রতিবারের মতো এবারেও জেলাজুড়ে দুর্গাপূজার প্রস্তুতি চলছে।

বাংলা‌দেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সে‌প্টেম্বর ২২, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।