শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত অটোভ্যান চালক রাজিব শেখ রাজৈরের টেকেরহাট এলাকার হৃদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় টেকেরহাট এলাকার শংকরদী ব্রিজের কাছ থেকে ৩/৪ জন লোক রাজিবের অটোভ্যানটি ভাড়া করে। পরে রাত ৯টার দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ির কাছে রাস্তার পাশে চালক রাজিবের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান জানান, রাজীবের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এনটি