রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপালদী ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাকিব ওই এলাকার বাদল মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে একটি খালে গোসল করতে নেমে আর উঠে আসেনি সাকিব। পরে দুপুর ১টায় তাকে ওই খাল থেকে উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেন ভূঁইয়া জানান, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এএটি