রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- খাগড়াছড়ির পানছড়ির মৃত নব কুমার চাকমার মেয়ে মহিনি চাকমা (৩৫) ও জেলা সদরের ভাইবোনছড়া এলাকার ভুবন চাকমার মেয়ে রত্না দেওয়ান (৩৪)।
জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর রাজু আহম্মেদ বলেন, শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে ওই দুই নারীর ওপর আমাদের নজরদারি ছিল। রোববার মিনি সুপার মার্কেটে ইয়াবা বিক্রি করতে এলে আমরা তাদের ব্যাগ তল্লাশি করি। এসময় ৪৭০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪৩ হাজার টাকা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এডি/আরবি/