রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে লিয়াকত আলী খানের (৫৫) নাম জানা গেছে।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন বাংলানিউজকে জানান, সখীপুর থেকে ছেড়ে আসা গোপালপুরের পাথালিয়াগামী একটি বাস গারাবাড়ি রাইস মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুইজন যাত্রী নিহত হন।
গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের চালক শাহীন শাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এনটি