রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের কামদপুর বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমরান মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।
আহতদের মধ্যে সরইবাড়ি গ্রামের সাফি মিয়াকে (১৮) গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, কমলগঞ্জ-শমশেরনগর সড়কের কামদপুরবাঁক এলাকায় দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে কিশোর ইমরান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এনটি