সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরের নাজিরপুলে অবস্থিত ক্লাবটিতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে আটকরা হলেন- নুরুজ্জামান (৫০), মানিক হাওলাদার (৪০), সুলতান হাওলাদার (৪৫), হারুন অর রশীদ (৪০) ও পরীক্ষিৎ (৫৫)।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নাজিরপুলে নবজাগরণ সংঘ নামের একটি ক্লাবে অভিযান চালায়।
এসময় সেখান থেকে এক কেজি গাঁজা জব্দের পাশাপাশি জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
এছাড়া রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের নুরিয়া স্কুলের দ্বিতীয় তলা থেকে ৯ জুয়ারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানার ওসি।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমএস/জেডএস