সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরের পাসপার্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা ভুক্তভোগী ছয় নারীকে।
আটক তিনজন হলেন- আমির উদ্দিন (৪০), লিটন (২৫), আকাশ দে (২৩)।
র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন।
তিনি বলেন, একদল মানবপাচারকারী দালাল চক্র মোটা অঙ্কের টাকা আয়ের লোভ দেখিয়ে বিদেশ পাঠাতে একাধিক নারীকে পাসপার্ট তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে মাসকান্দা পাসপার্ট অফিস সংলগ্ন এলাকায় জড়ো করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই স্থানে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালাতে চাইলে ওই তিন মানবপাচারকারীকে আটক করা হয়।
এ সময় ওই স্থান থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী ছয় নারীকে বলেও সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমএএএম/আরআইএস/