তিনি বলেছেন, আমাদের কাছে তথ্য ছিলো- ফু-ওয়াং ক্লাবে ক্যাসিনো ও অসামাজিক কার্যকলাপ হতে পারে। সেই গোপন তথ্যের ভিত্তিতে এ ক্লাবে অভিযান চালানো হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) ফু-ওয়াং ক্লাবে অভিযান শেষে সাংবাদিক ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।
তিনি বলেন, আমরা শুনেছি এই ক্লাবে গত তিনদিন ধরে সংস্কার কাজ চলছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলেও এর সত্যতা পেয়িছি।
এর আগে বিকেল ৫টা থেকে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালানো হয়। যা চলে সন্ধ্যে পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এজেডএস/এমএ