সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পিয়াসী বারে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে তারা যান ড্রাগন বারের দিকে যান।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, পিয়াসীতে অবৈধ কিছুই পাওয়া যায়নি। এখন আমরা বাংলামোটরে ড্রাগন বারের দিকে যাচ্ছি। সেখানে অভিযান চালানো হবে।
এর আগে রাজধানীর তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান পরিচালনা করে পুলিশ। তবে সেখানে কোনো কিছু পাওয়া যায়নি বলে জানান তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমান ও ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এজেডএস/জেডএস