অমানবিকতার এমন খবর শেষ পর্যন্ত পৌঁছায় উপজেলা প্রশাসনের কাছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার বারহাট্টার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন উপজেলার সাধুহাটি গ্রামের ওই বৃদ্ধের বাড়িতে খাবার নিয়ে হাজির হন।
ইউএনও বানিন বাংলানিউজকে বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পাই টানা তিনদিন ধরে সন্তানরা এই মানুষটিকে কোনো খাবার দিচ্ছেন না। না খেয়ে নিস্তেজ আর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
তিনি বলেন, কিছু খাবারের ব্যবস্থা করে বৃদ্ধ শালি নেওয়াজের বাড়িতে যায়। এরপর তার মুখে খাবার তুলে দেই। এছাড়া বেশকিছু শুকনো খাবার শালি নেওয়াজের হাতে দেওয়া হয়েছে। অচিরেই বৃদ্ধ শালিকে একটি বয়স্ক ভাতা কার্ড করে দেওয়া হবে।
এ সময় ওই বৃদ্ধের সন্তান ও পুত্রবধূদের ক্ষমা প্রার্থনা করানো হয়। পাশাপাশি তাদের কাছে আইনি দিকগুলো তুলে ধরে ঠিকমতো বৃদ্ধ শালি নেওয়াজকে খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ অমান্য করলে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সন্তান ও পুত্রবধূদের জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এনটি