সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে মেয়র আরিফুল হক চৌধুরী ও তার সহধর্মিনী সামা হক চৌধুরী ছাড়াও পাঁচ সদস্যের প্রতিনিধিদলে আছেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারী ও উপ-সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য।
তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরাম সিউল-২০১৯ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের অন্তত আটটি দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রথম দিনে ‘সিউল ওয়াটার অথরিটি’ আয়োজন করে বিশ্বের বিভিন্ন দেশের সিটি করপোরেশনের পানি উৎপাদন, সরবরাহ পদ্ধতি বিষয়ে কর্মশালার।
কর্মশালায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখেন।
সম্মেলন থেকে বিশ্ব পানি উৎপাদন প্রক্রিয়া চ্যালেঞ্জ, অর্থনৈতিক অসমতা এবং প্রযুক্তিগত সঙ্কটের বিষয়ে নতুন পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানো হবে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এনইউ/আরবি/