আলামিন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসহাট এলাকার দুলাল চৌকিদারের ছেলে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চরমোনাই ইউনিয়নের বিশ্বাসহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটক আলামিন তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবিসহ সরকারবিরোধী বিভিন্ন তথ্যপ্রচার করা আসছিলো। এছাড়া তার আইডি থেকে নির্বাচন কমিশন নিয়ে কুৎসা রটানোসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রচার করা হতো।
এসব অভিযোগে চরমোনাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা আক্তার পরী বাদী হয়ে আলামিনের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মণ্ডল।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমএস/ওএইচ/