আটক মাদকবিক্রেতারা হলেন- আনোয়ার হোসেন (২৮), মাহমুদুল হাসান পিয়াস (২৫), আবুল কাশেম (২৮), আব্দুল কাদের (৪০), আল মামুন ওরফে রানা (২৮) ও তোফাজ্জল হোসেন (২৬)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিবি কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে শহরের সানকিপাড়া, পাটগুদাম ব্রিজমোড়, ভালুকার কাঠালি ও মুক্তাগাছা উপজেলা থেকে ছয় মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১০৫ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমএএএম/ওএইচ/