ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে এনআইডি জালিয়াত চক্রের ৫ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
কক্সবাজারে এনআইডি জালিয়াত চক্রের ৫ জন আটক

কক্সবাজার: কক্সবাজার শহরের লালদীঘিরপাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন সনদ জালিয়াত চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জালিয়াতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালদীঘির পাড়ের জিয়া কমপ্লেক্স থেকে এ সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

আটক পাঁচজন হলেন- কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রাশেদ (২১), চকরিয়ার খুটাখালী এলাকার হারুন আর রশিদের ছেলে মো. ওসমান (৩৫), পাহাড়তলী এলাকার মৃত ইলিয়াছের ছেলে শফিকুল ইসলাম (৪৮), সৈয়দ করিমের ছেলে মোহাম্মদ ফরহাদ (২১) ও শামসুল হুদার ছেলে তাসিন হোসেন (২১)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ হচ্ছে। আইনানুগ ব্যবস্থা শেষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।