সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার তেলিগাতী বাজারে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এই জরিমানা করা হয়।
আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (নেত্রকোনা) মো. শাহ্ আলম জরিমানা আদায় করেন।
ইউএনও মাহফুজা বাংলানিউজকে জানান, তেলিগাতী বাজারের একটি ওষুধের দোকানকে ১০ হাজার ও কনফেকশনারি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলম বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে তেলিগাতী বাজারে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এরমধ্যে রয়েছে দু’টি ফার্মেসি ও দু’টি কসমেটিকসের দোকান। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিগুলোকে ১২ হাজার টাকা ও মানহীন পণ্য সামগ্রী বিক্রির দায়ে কসমেটিকসের দোকানগুলোকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলার বাজার কর্মকর্তা আজমল হোসাইন, উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলামসহ জেলা পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এইচএ/