মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, জানা গেছে উদ্ধার হওয়া টুকরো টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের রিজেক্ট বা বাতিল টাকা।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে খাওড়া ব্রিজ সংলগ্ন খালপাড়ে কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ টুকরো টাকা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে।
উদ্ধার করা টুকরো টাকাগুলোর মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে খালপাড়ে বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এসময় স্থানীয় লোকজন থেকে কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করে। এর মধ্যে থেকে আলামত হিসেবে পুলিশ দুই বস্তা ও র্যাব এক বস্তা নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
কেইউএ/ওএইচ/