ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চাকরিচ্যুত হলেন ঢাবি শিক্ষক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
চাকরিচ্যুত হলেন ঢাবি শিক্ষক চাকরিচ্যুত ঢাবি শিক্ষক নাফিস জামান শুভ

ঢাকা বিশ্ববিদ্যালয়: পিএইচডি করতে শিক্ষা ছুটি নিয়ে বিদেশ যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভ কাজে যোগ না দেওয়ায় চাকরিচ্যুত হয়েছেন। 

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।

একই কারণে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবরকেও চাকরিচ্যুত করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

এছাড়া সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উচ্চমান সহকারী কাম মুদ্রাক্ষরিক খায়রুল বাশারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। অর্থঘটিত বিষয়ে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসকেবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।