রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।
একই কারণে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবরকেও চাকরিচ্যুত করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
এছাড়া সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উচ্চমান সহকারী কাম মুদ্রাক্ষরিক খায়রুল বাশারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। অর্থঘটিত বিষয়ে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসকেবি/এমএইচএম