ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীবাজারে অভিযান চালিয়ে ৪৭টি দেশি পাখি, বানর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
টঙ্গীবাজারে অভিযান চালিয়ে ৪৭টি দেশি পাখি, বানর উদ্ধার .

ঢাকা: গাজীপুরের টঙ্গী বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৮টি দেশীয় পাখি এবং ১টি বানর উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

উদ্ধারকৃত প্রাণীদের মধ্যে ছিল ৬টি ফুল মাথা টিয়া, ২টি শালিক, ৯টি গাঙ শালিক, ৬টি মুনিয়া, ৮টি সবুজ ঘুঘু, ৪টি ঘুঘু, ১০টি ডাহুক, ২টি ময়না এবং ১টি বানর। উদ্ধারকৃত প্রাণীগুলোকে জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে প্রাণীগুলোকে রেখে বিক্রেতারা আগেই পালিয়ে যায়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ.এস.এম জহির উদ্দিন আকন অভিযানের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯।
আরকেআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।