ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে বেলুনে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
প্রধানমন্ত্রীকে বেলুনে চিঠি .

ঢাকা: দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে বেলুনের মাধ্যমে চিঠি দিয়েছেন বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের (বিআরডিবি) প্রকল্পভুক্ত ৮ হাজার কর্মকর্তা-কর্মচারী। 

চিঠিতে তিন বছর ধরে বেতন বন্ধ থাকায় চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর ও আয় থেকে দায় পরিশোধ পদ্ধতি বাতিল করে শতভাগ বেতন ভাতা পরিশোধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ১৫টি প্রকল্প সাথে নিয়ে বিআরডিবি'কে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর করার দাবি জানিয়েছেন তারা।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) বিআরডিবি’র কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, রোববার কারওয়ান বাজারের বিআরডিবি’র কার্যালয়ের সামনে বিআরডিবির প্রকল্পভুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে  বেলুনের মাধ্যমে চিঠি দেন।  

প্রকল্পভুক্ত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল ওয়াহেদ বলেন, আমরা ২০ বছর ধরে ১৫টি প্রকল্পের অধীনে ৮ হাজার কর্মকর্তা কর্মচারী চাকরি করছি। নিয়োগের সময় বলা হয়েছিল, ৫ বছর চাকরি করার পর স্থায়ীকরণ করা হবে। কিন্তু ২০ বছর অতিবাহিত হলেও সেই কথার বাস্তবায়ন হয়নি। এমনকি গত তিন বছর ধরে বেতন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কোনো উপায় না দেখে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আমরা আমরণ অনশন করব।

বাংলাদেশ সময়: ০১১০ ঘন্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।