ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৫৪০ পিস ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
কিশোরগঞ্জে ৫৪০ পিস ইয়াবাসহ আটক ৩ .

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৫৪০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা শহরের বত্রিশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-জেলা শহরের বত্রিশ এলাকার মো. তাঁরা মিয়ার ছেলে মো. কালাম উদ্দিন (২৮), একই এলাকার মো. রইস উদ্দিনের ছেলে মো. রুবেল (২৩) ও বর্তমানে বত্রিশ এলাকায় বসবাসকারী সিরাজগঞ্জ জেলা শহরের ৯ নাম্বার ওয়ার্ডের একঢাকা ভূঞা বাড়ীর মো. বাদল মণ্ডলের ছেলে মো. জাকির হোসেন (১৯)।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে কালাম উদ্দিন ও মো. রুবেল মিয়াকে আটক করে ১০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রয়ের ৫ হাজার ৫ শত টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও একই এলাকা থেকে মো. জাকির হোসেনকে আটক করে ৪৪০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘন্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।