ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ধর্ষণের শিকার তরুণী, কারাগারে কবিরাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
করিমগঞ্জে ধর্ষণের শিকার তরুণী, কারাগারে কবিরাজ শরিফ উদ্দিন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জিন তাড়ানোর চিকিৎসার নামে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া শরিফ উদ্দিন (৬০) নামে এক কবিরাজকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুন নূর এ আদেশ দেন।

এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ওই তরুণী তার মা-বাবার সঙ্গে গাজীপুরে থাকেন। তাদের পরিবারের সবাই পোশাক শ্রমিকের কাজ করে আসছিলেন। তরুণী দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে এক নারী তার চিকিৎসার জন্য শরিফ উদ্দিন কবিরাজের কাছে যাওয়ার পরামর্শ দেন। তার কথা মতো তরুণীকে তার মা-বাবা ১৫/২০ দিন আগে কবিরাজের কাছে নিয়ে যান এবং তার কাছ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে দুটি তাবিজ নিয়ে যান।  

কিন্তু তাবিজে তরুণী সুস্থ না হওয়ায় তাকে পুনরায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে কবিরাজের বাড়ি নিয়ে যান তার মা। তখন কবিরাজ জিনের আছর পড়েছে বলে তরুণীর মাকে জানান। পরে তরুণীর মাকে বসিয়ে রেখে তরুণীকে আরেকটি ঘরে নিয়ে কবিরাজ ধর্ষণ করে পালিয়ে যান।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে তরুণীর মা বাদী হয়ে কবিরাজ শরিফ উদ্দিনকে আসামি করে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই কবিরাজকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘন্টা,  সেপ্টেম্বর ৩০, ২০১৯ 
এনআইকে/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।