ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়ে বাংলাদেশ ৪৫তম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়ে বাংলাদেশ ৪৫তম

ঢাকা: এক বছরের ব্যবধানে সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়ে বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৫তম, যা গত বছর ছিল ৫৬তম। সামরিক খাত নিয়ে বিশ্বের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘গ্লোবাল ফায়ার পাওয়ার’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের প্রভাবশালী সামরিক খাত গবেষণা প্রতিষ্ঠানটি ২০১৯ সালের বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৫তম।

প্রতিবেদনে বিশ্বের সামরিক শক্তিশালী দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন, চতুর্থ ভারত ও পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। আর ১৩৭তম দেশের তালিকায় রয়েছে ভুটান। পাকিস্তানের অবস্থান ১৫তম। আর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ৩৭তম।

তালিকায় থাকা প্রথম ২০টি দেশ হলো— ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. ফ্রান্স, ৬. জাপান, ৭. দক্ষিণ কোরিয়া, ৮. যুক্তরাজ্য, ৯. তুরস্ক, ১০. জার্মানি, ১১. ইতালি, ১২. মিসর, ১৩. ব্রাজিল, ১৪. ইরান, ১৫. পাকিস্তান, ১৬. ইন্দোনেশিয়া, ১৭. ইসরায়েল, ১৮. উত্তর কোরিয়া, ১৯. অস্ট্রেলিয়া ও ২০. স্পেন।

গ্লোবাল ফায়ার পাওয়ার ২০০৬ সাল থেকে বৈশ্বিক সামরিক শক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে আসছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।