কে বলবে এটা আশ্বিন মাস? নীল আকাশ উধাও। আকাশে নেই সাদা মেঘ।
এদিকে, বৃস্টিতে আমন ধান ও শাক সবজির উপকার বয়ে আনলেও আগাম আলু আবাদে নীলফামারীর কৃষকদের চরম খেসারত দিতে হচ্ছে।
অপরদিকে, শারদীয় দুর্গাপূজার উৎসবের আমেজে এই বৃষ্টি যেন কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে উদ্যোক্তারাসহ পূজোর শপিংয়ে সমস্যায় পড়েছেন অনেকেই। বৃষ্টির জন্য কোথাও প্যান্ডেলের কাজ বন্ধ রাখতে হচ্ছে, কেউ আবার এর মধ্যেও প্যান্ডেলের ভেতরের কাজকর্ম সেরে রাখছেন। বৃষ্টি থামলেই বাইরের কাজে হাত দেবেন।
নীলফামারীর পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরে গোটা জেলায় দিন-রাত টানা বৃষ্টি হচ্ছে। তবে পূজোয় দর্শনার্থীদের যাতে অসুবিধা না হয়, সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে অধিকাংশ পূজো প্যান্ডেলগুলো।
নীলফামারীতে ৮৫৪টি পূজা মন্ডপ রয়েছে। বৃষ্টির কারণে নীলফামারীর ফসলের মাঠে আগাম আলু চাষে চরম দুর্ভোগে পড়েছে আলু চাষিরা। তবে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে আমন ধানের মাঠের।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এসআরএস