সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন ডা. মহিউদ্দিন দীপু।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহাম্মেদের ভাগনে ছিলেন ডা. মহিউদ্দিন দীপু। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি কুমিল্লা পাঠকমেলার উপদেষ্টা ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
সোমবার বাদ জোহর কুমিল্লা মেডিক্যাল কলেজে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আব্দুল বাকী আনিস এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এসএ/