ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

দোহারে ৪ স্বর্ণের দোকানে ডাকাতি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
দোহারে ৪ স্বর্ণের দোকানে ডাকাতি

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহারে উপজেলায় জয়পাড়া বাজারে চারটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ডাকাতি ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া স্বর্ণের দোকানগুলো হচ্ছে- জয়পাড়া বাজারের প্রদীপ পালের মালিকানাধীন ‘পবিত্র অলংকার নিকেতন’, হাজী ইসমাইল হোসেনের ‘হাজী অলংকার বিতান’, অখিল পালের ‘শশধর অলংকার নিকেতন’ ও স্বাধীন অলংকার।

স্থানীয়রা জানান, রোববার দিনগত রাত সোয়া ১টার দিকে বাজারের নিরাপত্তা প্রহরীদের অস্ত্রেরমুখে জিম্মি করে ওই চার দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে কয়েকজনের সংঘবদ্ধ একটি ডাকাত দল। পরে দোকানের ভেতরে থাকা সিন্ধুক ভেঙে অন্তত ৪০/৪৫ ভরি স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে তারা। এসময় টের পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে বাজারে ডাকাত ঢোকার খবর ঘোষণা করলে বোমা বিস্ফোরণ করে স্পিডবোটে করে পালিয়ে যায় ডাকাত দল।  

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, লুট হওয়া মালামালসহ পালিয়ে যাওয়া ডাকাত দলকে ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।