রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উলুখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বেরোনিকা কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকার মৃত সমীর রোজারিও স্ত্রী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বাংলানিউজকে জানান, রোববার রাতে নিজ বাড়িতে একাই ঘুমিয়ে ছিলেন বেরোনিকা। রাতের কোনো এক সময় কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়েছে। সকালে স্থানীয়রা বেরোনিকার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঢাকা থেকে একটি টিম ঘটনাস্থলে আসছে সে কারণে মরদেহ উদ্ধার করা হয়নি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বেরোনিকা স্থানীয় একটি গালর্স স্কুলের আয়ার কাজ করতেন। তার বাড়ি থেকে কিছু লুট হয়েছে কি না সেটাও দেখা হচ্ছে বলেও জানান ওসি মিজানুল
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরএস/আরআইএস/