ঢাকা: মাদকের-সন্ত্রাসের মতো দুর্নীতির বিরুদ্ধেও সরকার সফল হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের প্রবৃদ্ধি বেড়েছে, ডুয়িং বিজনেসে আমরা ২০ ধাপ এগিয়েছি। অপকর্মের সঙ্গে আমার কর্মী জড়িত থাকলে তারও বিচার হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সব অপকর্ম, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটিতে বিবি ফাউন্ডেশন আয়োজিত প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন উপলক্ষে ‘বাঙালির প্রদীপ শিখা তুমি, তোমার তুলনা তুমিই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সময়ে বিশ্বব্যাংক বলেছিল, পাকিস্তানের ঋণের অর্ধেক তোমাদের পরিশোধ করতে হবে।
জাতির পিতা সেদিন বিশ্বব্যাংকের অযৌক্তিক দাবি মেনে নেননি। একইভাবে পদ্মাসেতুতে মিথ্যা দুর্নীতির কথা বলে তারা তাদের দেওয়া অর্থ ফিরিয়ে নেয়, আমাদের বিরুদ্ধে মামলা করে। তাদের মতো জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (জাইকা), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও তাদের দেওয়া অর্থ ফিরিয়ে নেয়। কানাডার আদালতের মাধ্যমে প্রমাণিত হয় পদ্মাসেতুতে কোনো ধরনের অনিয়ম হয়নি। প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে নিজের অর্থায়নেই আজ সেই পদ্মাসেতুর কাজ সমাপ্তির পথে।
তিনি বলেন, পদ্মাসেতু নিজেদের অর্থায়নে হবে, সেটি আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। প্রধানমন্ত্রী পদ্মাসেতু করে বিশ্বের কাছে বাঙালিদের মাথা উঁচু করেছেন। তিনি নিজেও সম্মানিত হয়েছেন। আমরা নির্বাচনি ইশতেহারে বলেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। আজ শুদ্ধি অভিযান শুরু হয়েছে। বিপথে গেছেন এমন কোনো কর্মী যদি আমার দলেরও হয়, তিনিও রক্ষা পাবেন না।
বিবি ফাউন্ডেশনের সভাপতি বাহাদুর বেপারির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিবি ফাউন্ডেশনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ইএআর/এসএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।