সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ নোয়াখালী পৌরসভার জাকের হোসেনের ছেলে।
সুধারাম থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আবদুল বাতেন মৃধা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি এলজি, দুইটি কার্তুজ জব্দ করা হয়। তার নামে থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসহ আটটি মামলা রয়েছে। অস্ত্র আইনে তার নামে নতুন আরও একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এসআরএস