ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৮ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৮ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলা শহরের হরিনারায়ণপুর এলাকা থেকে অস্ত্র-গুলিসহ জাহেদ হোসেন (৩০) নামে আট মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ নোয়াখালী পৌরসভার জাকের হোসেনের ছেলে।

সুধারাম থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আবদুল বাতেন মৃধা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি এলজি, দুইটি কার্তুজ জব্দ করা হয়। তার নামে থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসহ আটটি মামলা রয়েছে। অস্ত্র আইনে তার নামে নতুন আরও একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।