সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে ন্যাডপো সভাপতি আব্দুস সাত্তার দুলাল বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুয়ায়ী, দেশে দুই কোটি ৭০ লাখ প্রতিবন্ধী নাগরিক রয়েছে যারা আট কোটি মানুষের পরিবারভুক্ত।
পথে যাতায়াতের জন্য কোনো প্রকার বাস, ট্রেন বা লঞ্চ প্রতিবন্ধীবান্ধব না। এ কারণে অন্যের সহযোগিতা ছাড়া চলতেও পারে না এ জনগোষ্ঠীর মানুষ। মেধার ভিত্তিতে চাকরি পাবার যোগ্যতা থাকলেও তাদের তা দেওয়া হয় না। কিন্তু চাকরির ক্ষেত্রে এটি কোনো সমস্যা না।
এসময় সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করা হয়। তাদের দাবিগুলো হলো- জাতীয় সংসদে ১০ শতাংশ এবং স্থানীয় সরকারের দুই শতাংশ আসন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ করা, প্রতিবন্ধী থেকে সরাসরি যে কর সরকার নিচ্ছে, তার ১০ শতাংশ প্রতিবন্ধীর ক্ষমতায়ন ও উন্নয়নে ব্যয় করা, দেশের সব অবকাঠামো-যানবাহন-শিক্ষা-স্বাস্থ্য প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত করা, উচ্চশিক্ষায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবন্ধী ব্যক্তি ও উন্নয়ন’ বিভাগ চালু করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার-উন্নয়নে পলিসি, পরিকল্পনা গ্রহণে ন্যাডপোর প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
মানববন্ধনের ন্যাডপোর মহাসচিব মো. শহিদুল ইসলামসহ সংস্থাটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ইএআর/এসএ