সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি বলেন, সাদিকের মাথার ডান পাশে একটি বুলেটের ক্ষতচিহ্ন রয়েছে। যেখান দিয়ে বুলেটটি ঢুকে মাথার বাম পাশের চামড়ার নিচে আটকে ছিলো।
এর আগে লালবাগ থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদিক রাজধানীর সিটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন।
ডিএমপির লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আসলাম উদ্দিন বাংলানিউজকে বলেন, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকতো। ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে সে আত্মহত্যা করে।
তিনি বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো।
তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি ঘটনাস্থলে থাকা পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এজেডএস/জেডএস