ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সেনবাগে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
সেনবাগে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে উপজেলার বিজবাগ ইউনিয়নের বকশিরহাট এলাকা থেকে জয় চক্রবর্তী (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

জয় ওই এলাকার রতন লাল চক্রবর্তীর ছেলে ও জেলার বেগমগঞ্জ উপজেলার জালাল উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের ভাই সঞ্জয় চক্রবর্তী বাংলানিউজকে জানান, স্থানীয় বকশিরহাট বাজারে তাদের একটি ডিজিটাল স্টুডিওর দোকান রয়েছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে বাবার কাছে দোকানের চাবি দিয়ে জয় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর বুধবার দিনগত রাতে বাজারে গেলে জয়ের দোকানের বাইরে থেকে তালা দেখতে না পেয়ে এবং ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দোকানের সাটার ভেঙে কম্পিউটার টেবিলের ওপর থেকে জয়ের মরদেহ উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনটি দেখে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।