ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিকেল ৫টায় বোধন, মহানগরে ২৩৭ মণ্ডপে পূজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
বিকেল ৫টায় বোধন, মহানগরে ২৩৭ মণ্ডপে পূজা সংবাদ সম্মেলন, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বিকেল পাঁচটায় বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিকেল পাঁচটার মধ্যেই প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। এবারে ঢাকা মহানগরের পূজার মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭টি। যা গতবার ছিল ২২৭টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল।

বৃহস্পতিবার  (৩ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকেরশ্বরী জাতীয় মন্দিরে এসব কথা জানান মহানগর সার্বজনীন পূজা কমিটি।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল।

কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, এবার ঢাকা মহানগরে ২৩৭টি মণ্ডপে দুগাপূজা অনুষ্ঠিত হবে। গুলশান-বনানী, ধানমন্ডি, উত্তরা, সিদ্ধেশ্বরী, সূত্রাপুর, খামারবাড়ি, কোতোয়ালি, মিরপুরসহ বিভিন্ন মন্দিরে জাঁকালোভাবে দুগাপূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি ও মহানগর পুলিশ কমিশনার, ডিজিএফআই, ঢাকা মহানগরের সংসদ সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে। তারা পূজার সময় আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন।

শারদীয় দুর্গোৎসব যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য মহানগর এলাকার মন্দিরগুলোতে কিছু নির্দেশনাও দিয়েছে কমিটি। এগুলো- পূজামণ্ডপে নারী ও পুরুষের আগমন এবং নির্গমনেরর আলাদা পথ রাখা, প্রতিটি মণ্ডপে কমপক্ষে ১০জন নিজস্ব স্বেচ্ছাসেবক ২৪ ঘণ্টা তদারকি ও পাহারার ব্যবস্থা রাখা, আতশবাজি ও পটকা না ফোটানো, ৮ অক্টোবর রাত ১০টার মধ্যে বিসর্জন সম্পন্ন করা, পূজার মন্দির ও সমগ্র এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, ভক্তিমূলক সংগীত ব্যতীত অন্য সংগীত বাজানো থেকে বিরত থাকা, সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা।

এবছর দুর্গোৎসব ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয় ৮ অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে সমাপ্তি ঘটবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ষষ্ঠী পূজার দিন বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করবেন। ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মন্দির পরিদর্শন করবেন ছয়টায়। তার সঙ্গে পুলিশের আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতীয় মন্দির পরিদর্শন করবেন বলে জানানো হয়।

এবারে কিছু অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এবার দুর্গাদেবী ঘটকে (ঘোড়া) চড়ে আসবেন ও ঘটকে চড়ে যাবেন। এটি সমাজে বিশৃঙ্খলা ও ছত্রভঙ্গ তার ইঙ্গিত দেয়। তবে, সব অপশক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির বিজয় ঘটবে বলে আশা করেন কমিটির সবাই। তাই সে উৎসবমুখর পরিবেশে পূজার দিনগুলোতে সপরিবারে উপস্থিত থেকে পূজার আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মহানহর সার্বজনীন পূজা কমিটি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।