ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নগদ টাকাসহ ফেসবুক হ্যাকার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
নগদ টাকাসহ ফেসবুক হ্যাকার গ্রেফতার গ্রেফতার কাউছার আহমেদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ফেসবুক আইডি হ্যাক করে ব্লাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে মো. কাউছার আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের একটি দল। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইউনিটের পক্ষ থেকে কাউছারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ নামজুল ইসলাম।  

জানা যায়, কাউছার ফিশিং লিংকের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করতেন।

হ্যাক করা আইডির টাইমলাইনে ও ইনবক্সে অশ্লীল ছবি, ভিডিও, কথাবার্তা পোস্ট করে ভুক্তভোগীদের মানহানির ভয় দেখাতেন ও আইডি ফেরত দেওয়ার শর্তে বিভিন্ন অংকের টাকা দাবি করতেন।

সম্প্রতি এমন একটি ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন এক ভুক্তভোগী নারী। এরপরেই তদন্তে বেরিয়ে আসে কাউছার আহমেদের একের পর এক হ্যাকিং কাহিনী।  

পুলিশ জানায়, বুধবার (২ অক্টোবর) কুমিল্লার একটি হোটেল থেকে নগদ পাঁচ লাখ টাকা, মোবাইল ব্যাংকিং ওয়ালেটে ৭৭ হাজার ৭৮৬ টাকা ও দু’টি মোবাইল ফোনসহ কাউছারকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা।  

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কাউছার আহমেদকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসএইচএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।