বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইদুর রহমান।
মানিক সাভার পৌর এলাকার কামাল গার্মেন্টস মহল্লার বাবুলের ছেলে বলে জানান গেছে।
এর আগে, সাভারের দক্ষিণ বক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সম্মেলনে এএসপি সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) দিনগত রাতে ঢাকা জেলা ডিবি উত্তর ও সাভার থানা পুলিশের যৌথ অভিযানে বক্তারপুর এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যা ঘটনায় ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার অপর আসামিদের সহযোগিতায় আওয়ামী লীগ নেতা মজিদকে তিনি গুলি করেছিলেন বলে স্বীকার করেছেন মানিক। তার নামে থানায় অস্ত্র মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
গত ১৪ সেপ্টেম্বর রাতে সাভার পৌর এলাকার কোটবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে কিছু দূরে সন্ত্রাসীদের গুলিতে খুন হন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। এ ঘটনায় স্বপন (২৮) নামে গুলিবিদ্ধ হন আরও একজন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসআরএস