ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে নারীর হাত-পা বাঁধা মর‌দেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
মিরপুরে নারীর হাত-পা বাঁধা মর‌দেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহনাজ পারভীন (৬৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার ৪ নম্বর রোডের ৬ নম্বর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত শাহনাজ পারভীন পরিবারের সঙ্গে ওই বাড়িতে থাকতেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই বাসার নিচতলার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধা শাহনাজ পারভীনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই এমদাদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।