বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান বাজারের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রতনের ওই এলাকায় পল্লী বিদ্যুতের শ্রমিক হিসাবে কাজ করছিলেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে ওই এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন রতন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসআরএস