ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  

নজরুল একই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আহতরা হলেন- নিহতের ভাই বাবলু মিয়া (৩৫) ও ছেলে রাকিব হোসেন (১৫)।

নিহতের চাচাতো ভাই মইনুল বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো সকালে চার্জে থাকা অটোরিকশার ব্যাটারির সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নজরুল। এসময় তার চিৎকারে প্রথমে তার ছেলে রাকিব ও পরে ভাই বাবলু তাকে বাঁচাতে গেলে তারাও আহত হন। এ অবস্থায় প্রতিবেশীরা তিন জনকেই উদ্ধার করলেও ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। আহত দু’জনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।