বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নজরুল একই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই মইনুল বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো সকালে চার্জে থাকা অটোরিকশার ব্যাটারির সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নজরুল। এসময় তার চিৎকারে প্রথমে তার ছেলে রাকিব ও পরে ভাই বাবলু তাকে বাঁচাতে গেলে তারাও আহত হন। এ অবস্থায় প্রতিবেশীরা তিন জনকেই উদ্ধার করলেও ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। আহত দু’জনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসআরএস