বৃহস্পতিবার (৩ অক্টোবর) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, যাত্রীদের মতামত ছাড়াই হঠাৎ দেশের সব নৌঘাটে প্রবেশ ফি দ্বিগুণ করা হয়েছে।
‘দেশের প্রধান নৌবন্দর সদরঘাটসহ সব নৌবন্দর ও নৌঘাটে টোল-শুল্ক আদায়ের নামে নৈরাজ্য চলছে। আদায় করা টোল ও শুল্কের সিংহভাগই লুটপাট হয়ে যায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে যাত্রীদের সেবা দেওয়ার পরিবর্তে এভাবে টোল ও শুল্ক বৃদ্ধি সরকারের গণমুখী নীতির পরিপন্থি। ’
বিবৃতিতে আরও বলা হয়, দেশে ডিজিটাল পদ্ধতিতে শুল্ক আদায় এবং এতে অনিয়ম-দুর্নীতি ও লুটপাট বন্ধ হলে কোনো ধরনের শুল্ক বা সার্ভিস চার্জ না বাড়িয়েও দ্বিগুণ শুল্ক আদায় করা সম্ভব। তাই, অনতিবিলম্বে বাড়তি টোল ও শুল্ক আদায়ের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
আরকেআর/একে