ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
ফেনীতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম ফাইল ফটো

ফেনী: প্রশাসনের কঠোর অবস্থানের মুখে ফেনীতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মধ্যে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফেনী বড়বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের মতো পেঁয়াজের আড়তে হাঁকডাক নেই, দামও কমেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত পাইকারি আড়তে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৯০ থেকে ৯৫ টাকা, খুচরা বাজারে বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকায়।

বুধবার (২ অক্টোবর) সকাল থেকে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা আর খুচরা বাজারে বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়।

পেঁয়াজ আড়তদার সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম হাজারী বাংলানিউজকে বলেন, প্রতিবছরই দুর্গাপূজার আগে পেঁয়াজের সংকট দেখা দেয়। ভারত থেকে সরবরাহ বন্ধ থাকায় দাম বেড়ে যায়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় পেঁয়াজ মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেন।

তিনি বলেন, দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের বিক্রি কমে গেছে। বুধবার (২ অক্টোবর) বিক্রি হয়েছে আগের তুলনায় মাত্র ১০ শতাংশ।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিকেএম এনামুল করিম বাংলানিউজকে বলেন, প্রশাসনের কঠোর নজরদারির কারণে একদিনেই দাম অনেকটা কমে গেছে। শুধু নজরদারি নয়, বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ভ্রাম্যমান আদালতও চলবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসএইচডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।