বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় দেন। ফিরোজ বরিশালের নারায়ণপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
মামলার বরাত দিয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ১৪ মার্চ সকালে একই বাড়ির ভাড়াটিয়া ফিরোজ ওই শিশুকে টেলিভিশন দেখার কথা বলে ডেকে দিয়ে ধর্ষণ করে। পরে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফিরোজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
পাশাপাশি জরিমানার ৫০ হাজার টাকা আদায় করে ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত বলেও জানান পিপি রকিব।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
আরআইএস/