ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পেঁয়াজ মজুদ করে বাজারে সংকটের সৃষ্টি করলে ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
পেঁয়াজ মজুদ করে বাজারে সংকটের সৃষ্টি করলে ব্যবস্থা

দিনাজপুর: পেঁয়াজ মজুদ করে বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পেয়াঁজের বাজার নিয়ন্ত্রণে রাখতে হিলিস্থল বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুর মো. মাহবুবুল হক এ কথা বলেন।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে বন্দরের ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নুর মো. মাহবুবুল হক বৈঠক করেন।

ব্যবসায়ীরা যাতে পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকটের সৃষ্টি না করে এবং বাজারে উচ্চমূল্যে পেঁয়াজ যাতে বিক্রি না হয় সে ব্যাপারে সরেজমিনে দেখার জন্য তিনি হিলিবন্দরে আসেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্নসচিব নুর মো. মাহবুবুল হকসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি ফজলুর রহমান, আমদানিকারক মোবারক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নুর মো. মাহবুবুল হক হিলি বাজার ও ব্যবসায়ীদের আড়ত ও পোর্ট পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।