ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের অনশন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের অনশন চলছে অনশন চলছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধের দাবিতে বরিশালে টানা দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন চলছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত চলমান অনশন কর্মসূচিতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।

এর আগে বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শুরু হয় অনশন কর্মসূচি।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ১৫ জনকে অনশনস্থলে স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে ভর্তি হওয়া তিনজন হলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রচার সম্পাদক সুশান্ত শুকন, শ্রমিক ফ্রন্ট ওয়ার্ড কমিটির সদস্য আনোয়ার হোসেন (৭০) ও মজনু (৭৫)।

আন্দোলনের মুখপাত্র বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী জানান, বিকল্প কর্মসংস্থান ছাড়া বরিশাল নগর থেকে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় নীতিমালার ভিত্তিতে রিকশা চলতে দেওয়া এবং পুলিশের কাছে জব্দ প্রায় দুই কোটি টাকা মূল্যের ব্যাটারি ও মোটার ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার সকাল থেকে অনশন শুরু করা হয়।

ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি, বরিশাল মহানগর রিকশা-ভ্যান-শ্রমিক ইউনিয়ন ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের যৌথ ব্যানারে চলমান অনশন কর্মসূচিতে অংশ নেন বরিশাল নগরের বিভিন্ন পর্যায়ের অটোরিকশা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।

ডা. মনিষা চক্রবর্তী জানান, শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু দু’দিনে সিটি করপোরেশন বা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা শ্রমিকদের খোঁজ নিতে আসেনি। দাবি মেনে নেওয়ার বিষয়ে দেওয়া হয়নি কোনো আশ্বাসও।

বাংলা‌দেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।