ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পূজায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২ শতাধিক চা-শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
পূজায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২ শতাধিক চা-শ্রমিক

মৌলভীবাজার: দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন চা-বাগানের ২২০ দুস্থ চা-শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন উপহার সামগ্রী। উপহার স্বরূপ নতুন পোশাক, সৌরবিদ্যুৎ ও নগদ অর্থ দেওয়া হয় তাদের।

দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মানোন্নয়ন সহায়তা প্রকল্পের উদ্যোগে চা-শ্রমিকদের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তা প্রকল্পের আওতায় দেওয়া হয় উপহারগুলো।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী তাপস কুমার ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা পরিষদের একেএম শফি আহমদ সলমান।  

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- মৌলভীবাজার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি)  ইঞ্জিনিয়ার মো. ইসতিয়াক হাসান, দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থার চেয়ারম্যান রিংকু চক্রবর্তী, নির্বাহী পরিচালক রাজু দেশোয়ারা, সিলেট মহানগর  ছাত্রলীগের নেতা সঞ্জয় পাশী, অজিৎ বুনার্জি প্রমুখ।

এসময় ২০ জন চা-শ্রমিকের হাতে সৌরবিদ্যুৎ ও ২০০ চা-শ্রমিক নারী-পুরুষের মধ্যে প্রত্যেকের হাতে চার হাজার টাকার মূল্যের পোশাকসহ ব্যবহার্য আসবাবপত্র দেওয়া হয়।

ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, দুর্গাপূজা উপলক্ষে দুস্থ চা-শ্রমিকদের জন্য প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর তহবিল থেকে পৃথক বরাদ্দ নিয়ে আসার জন্য দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থাকে ধন্যবাদ জানাই।

সংস্থাটির নির্বাহী পরিচালক রাজু দেশোয়ারা বলেন, বরাদ্দ অব্যাহত থাকলে পরর্বতীতে চা-বাগানের অন্যদের কাছেও সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।

বাংলাদেশ সময় ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।