ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অবৈধ ব্যবসা ছেড়ে টমেটো চাষ করার পরামর্শ কৃষিমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
অবৈধ ব্যবসা ছেড়ে টমেটো চাষ করার পরামর্শ কৃষিমন্ত্রীর

সাতক্ষীরা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দুর্বৃত্ত যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।

এসময় মন্ত্রী ক্যাসিনো ব্যবসাসহ সকল প্রকার অবৈধ ব্যবসা পরিচালনাকারীদের গ্রামের ক্ষেতে টমেটো চাষের মতো লাভজনক পেশায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ বিষয়ক মাঠ দিবসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে পেঁয়াজ উৎপাদনে আগামীতে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। আগামী বছর প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

এরআগে, কৃষিমন্ত্রী নগরঘাটা মাঠে উচ্চফলনশীল টমেটো ক্ষেত পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।