ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১ দুর্ঘটনা কবলিত ট্রেন। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের কাউনিয়ায় উপজেলায় ট্রেন দুর্ঘটনায় আপেল মাহমুদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত ট্রেন।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/trin-_inn120191003173316.jpg" style="width:100%" />ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানো পর বিকেল ৪টার দিকে চালক ইঞ্জিন পরিবর্তন করছিলেন। ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের এক ও দুই নম্বর বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে আপেল মাহমুদ নামে এক শিক্ষার্থী  চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কেটে বের করে। এ ঘটনায় গুরুতর আহত সাতজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কাউনিয়া হাসপাতালে আরও সাতজনকে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ও রংপুরের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) সায়েম হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।