ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে নালায় মিললো কিশোরের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
সিলেটে নালায় মিললো কিশোরের মরদেহ

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় রাস্তার পাশের নালা থেকে সাগর বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার জাফলং গ্রিনপার্ক সংলগ্ন রাস্তার পাশের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাগর বিশ্বাস নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শান্ত দাশের ছেলে।

সে পরিবারের সঙ্গে জাফলং মোহাম্মদপুর এলাকায় থাকতো এবং পাশাপাশি পাথর শ্রমিকের কাজ করতো।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (২ অক্টোবর) রাতে সজিব নামে তার এক বন্ধুর সঙ্গে ট্রলিতে করে বের হয়। এরপর রাতে আর বাড়িতে ফিরেনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজিবকে আটক করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, ট্রলি থেকে পড়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। বিষয়টি জানতে জিজ্ঞাসাবাদের জন্য তার বন্ধু সজিবকে আটক করা হয়েছে। এছাড়া কিশোর সাগরের গাঁজা সেবনের অভ্যাস ছিলো। রাতে সে গাঁজা সেবন করেছিল বলে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
এদিকে, নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।