বৃহস্পতিবার (৩ অক্টোবর) পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে র্যাবের সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমানকে নোয়াখালী জেলার চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার, গাজীপুর জেলার সহকারী পুলিশ সুপার আলী আকবর শরীফকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, চতুর্থ এপিবিএন বগুড়ার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই সরকারকে রংপুর পিটিসির সহকারী পুলিশ সুপার, আরএমপির সহকারী পুলিশ কমিশনার বিনয় কুমারকে নওগাঁ জেলার সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার, পিবিআই ঢাকার সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলামকে বরগুনা আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার, অষ্টম এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার আজমীর হোসেনকে ১৩ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমানকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার এইচ এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকীকে ১৩ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান রনিকে ১৩ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসানকে পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
পিএম/আরবি/