বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টা ৪০ এর দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানায় হস্তান্তর করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. এরশাদ বাংলানিউজকে জানান, বাড্ডার আফতাবনগরে একটা পুকুরে নৌকাডুবির সংবাদ পেয়ে আমাদের ডুবুরিরা ঘটনাস্থলে যায়। পরে পুকুর থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহ দু’টি বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত দুই স্কুলছাত্র পূর্ব বাড্ডার ৫ তলা গলি এলাকায় থাকে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, একটি নৌকায় সাতজন বন্ধু ঘুরতে বের হয়। একপর্যায়ে নৌকা ডুবে গেলে ৫ ছাত্রী উঠতে পারলেও ওই দুইজন পানিতে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুইজন সহপাঠী। তারা ক্লাস নাইনে পড়তো।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এইচএডি